একজন সফল ইউটিউবার এর যে সকল ইন্সট্রুমেন্ট ও গুনাগুন থাকা জরুরী

নিচে আমরা ৫টি বিষয় নিয়ে আলোচনা করব তা সকল ইউটিউবারদের খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই খুব মনযোগ দিয়ে পড়বেন।।

একজন  সফল ইউটিউবার এর যে সকল  ইন্সট্রুমেন্ট  ও গুনাগুন  থাকা  জরুরী

১। Skill: 

অবশ্যই আপনাকে কোন না কোন বিষয়ের উপর দক্ষ হতে হবে।সেটা হতে পারে যে কোন কিছু, মানুষ হাসানো থেকে শুরু করে দক্ষতার সাথে কোন কিছু শেখানো পর্যন্ত।আর আপনাকে ওই বিষয়ে পারদর্শী হতে হবে।অনেকে আবার বড় বড় চ্যানেল গুলোর ভিডিও দেখে তাদের কপি করার চেষ্টা করে।আমি বলছি না এটা খারাপ বরং বলব অনেক ভাল তবে তার থেকেও ভাল করার চেষ্টা করুন।আর তাই সফল ইউটিউবার এর প্রধান বৈশিষ্ট্য দক্ষতা অর্জন করা।এখন অনেক এ মনে মনে ভাবছে, আমি তো ভাই কোনকিছুতেই দক্ষ না তাহলে আমি কি পারব না।।আরে ভাই আজ যারা বড় কিছু হয়েছে তারা কি মায়ের কোলে থেকেই দক্ষ ছিল।তাদের দক্ষতা অর্জন করতে হয়েছে।তাই বলছি এসব না ভেবে যে বিষয়ের প্রতি ভালবাসা আছে,যেটা তুমি মোটামুটি পার সেটাকে আরো ভাল করার চেষ্টা কর।তুমি সফলতার পিছনে না সফলতা তোমার পিছনে দৌড়াবে।

২। Video Editing: 

ইউটিউব শুরু করার আগে আমার পরামর্শ থাকবে Video Editing টা মোটামুটি ভাবে শেখার।কারণ একটা ভিডিও তখনই ভাল লাগে যখন সেটা খুব সুন্দর ভাবে এডিট করা হয়।।তাই ইউটিউব শুরু করার আগে এডিটিং এর উপর একটু নজর দিন।বিশ্বাস করুন, বেশি না ১ মাসের ভিতরে আপনি অনেক ভাল ভিডিও এডিটিং শিখতে পারবেন।আর তারপর ইউটিউব এর সাথে যত দিন যাবে এডিটিং এ আপনি আরো দক্ষ হতে থাকবেন।।এক সময় মনে হবে ভিডিও এডিটিং এ আর একটু নজর দিয়ে ফ্রিল্যান্সিং এ ঢুকে যায়।তাই আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, ইউটিউব শুরু করার আগে এডিটিং এ একটু নজর দিন।

৩। Mobile/Laptop:

 ইউটিউব মার্কেটিং এর জন্য আপনার অবশ্যই একটা Mobile/Laptop থাকা চাই।এটা লেখার উদ্দেশ্য Mobile ইউজারদের জন্য অনেকে ভাবে মোবাইল দিয়ে কি ইউটিউব মার্কেটিং করা যায় আবার অনেকে আছে জানেনা।তাই Mobile ইউজারদের উদ্দেশ্যে বলছি Mobile দিয়েও ইউটিউব মার্কেটিং করা যায় তবে Laptop ইউজারদের মত অতটা সহজ না।আপনাকে তাদের থেকে একটু বেশিই কষ্ট করা লাগবে বেশি ঝামেলা পোহাতে হবে কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না।।বর্তমানে ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা Mobile দিয়ে ইউটিউবিং করে আর তারা সফল।আর তাই ইচ্ছাশক্তি কে দৃঢ় করুন সফল হবেন।।

৪। Camera: 

যারা শুট করে ভিডিও তৈরি করেন তাদের জন্য Camera একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট।তারমানে এই না ডিএসএলআর ছাড়া চলবে না।।আপনি একটা ছোট যে কোন Camera ব্যবহার পারেন অথবা আপনার ফোনের ক্যামেরা যদি ভাল হয় তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন।।

৫। Microphone: 

একটা ভিডিও দেখতে তখনই ভাল লাগে যখন তার ভিডিওর সাথে সাথে সাউন্ড কোয়ালিটিটাও শ্রুতিমধুর হয়।তাই ভিডিওর মানের ক্ষেত্রে সাউন্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাই ভাল সাউন্ড এর জন্য প্রয়োজন একটা মাইক্রোফোন। এখন অনেকে ভাবছে মাইক্রোফোন এর তো অনেক দাম।আরে ভাই আমিও বলছি মাইক্রোফোনের অনেক দাম ,তার মানে এই না আপনাকে সবচেয়ে দামি মাইক্রোফোনটা কিনতে হবে, বাজারে ৫০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার ভিতরে অনেক ভাল ভাল মাইক্রোফোন আছে। প্রথমে এইগুলো দিয়ে শুরু করুন।সময় হলে আরো ভালটা কিনতে পারবেন।।
এই ৫টা বিষয়ের উপর ভর করে চলুন, আমার বিশ্বাস সফলতা আসবেই।।
যদি ভাল লাগে একটা লাইক দিবেন,ইউটিউব সম্পর্কিত কোনকিছু জানতে নিচে কমেন্ট করুন।আর যদি বন্ধুদের দেখানোর ইচ্ছা থাকে তাহলে Share

সফল ইউটিউবারদের সফলতার গোপন রহস্য! 


আরো শিখুন




Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ