Google Adsense এ Approve পাচ্ছেনা ! এডসেন্স ছাড়াই ইনকাম করুন লাখ লাখ ডলার।

আসলামু আলাইকু , আপনারা অনেকেই Bloger Or Wordprees Blog Site তৈরি করে থাকেন  Bt আপনার ব্লোগ সাইটে কম ট্রাফিক বা কন্টেন নিম্নমানের হওয়ায় Google Adsense এ Approve পাচ্ছেনা । তাই আজ আমি দুইটি  online ad-network company দুটির কথা বলবো, দুটি Google adsense এর পরে সব থেকে সেরা
ওয়েবসাইট, blog থেকে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আয় করা যাবে ।

১. Infolinks.Com 
Infolinks online ad network Google adsense এর বিকল্পে যদি কোনো ভালো এবং বেশি ইনকাম করতে পারা কোনো online advertisement network আছে, তাহলে সেটা হলো Infolinks. Infolinks publisher এর মাধ্যমে রেজিস্টার করে, আপনাদের নিজের ব্লগে infolinks এর তরফ থেকে দেয়া ad code নিজের ব্লগে
ইনস্টল করতে হবে। বাস, তারপর infolinks এর দ্বারা video ads, native ads ও banner ads আপনার ব্লগে দেখানো হবে। এবং, সেই দেখানো বিজ্ঞাপনের মাধ্যমে আপনি টাকা ইনকাম
করতে পারবেন। প্রায়, ২ লক্ষ পাবলিশার্স
(publishers) রা ইনফোলিংক্স এ রেজিস্টার করে তাদের ব্লগে ও ওয়েবসাইটে
বিজ্ঞাপন দেখিয়ে আয় করছেন। এখানে, minimum payment ৫০ ডলার। Paypal এবং bank wire transfer এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। এবং, ছোট
বড়ো বা কম ট্রাফিক থাকা যেকোনো ব্লগ
infolinks এ রেজিস্টার করতে পারবেন।
কিন্তু, যদি আপনার ব্লগে মাসে ১০০০ বা
তার থেকেও কম ট্রাফিক আসছে, তাহলে কিন্তু বেশি টাকা আয় করতে পারবেননা। বেশি হলে, ৫ থেকে ১০ ডলার। তাছাড়া, যদি আপনার ব্লগে প্রত্যেক দিন ৮০০ থেকে ১০০০ ভিসিটর্স আসছে, তাহলে ভালো ইনকাম হওয়ার সুযোগ রয়েছে। আপনার ব্লগের ট্রাফিক ও ভিসিটর্স যতটাই বাড়বে,
ততটাই ইনকাম infolinks থেকেও বাড়বে।
২. Media.net
Advertising platform similar to Google Adsense. যদি আপনারা এডসেন্সের মতোই প্রায় একি এডসেন্সের
বিকল্প খুঁজছেন, তাহলে media.net সব
থেকে সেরা এবং লাভজনক contextual
advertising platform বলে বলতে পারেন। কারণ,এই online advertising program প্রায় পুরোটাই গুগল এডসেন্স এর
মতোই। এখানে আপনারা, native ads, contextual ads এবং banner ads এর
মাধ্যমে নিজের ব্লগে বিজ্ঞাপন দেখাতে পারবেন। মানে, আপনার লেখা আর্টিকেলের সাথে জড়িত বিজ্ঞাপন দেখানো হবে। তাই,
ইনকামের সুযোগ কিন্তু অনেক বেশি।
MEDIA.NET এ মিনিমাম পেমেন্ট ১০০ ডলার।এবং, bank wire transfer ও paypal এর মাধ্যমে আয় করা টাকা তুলতে পারবেন। এডসেন্সের মতোই
media.net কিছু নিয়ম কানুন রয়েছে। এবং, আপনি অনেক সহজে এখানে নিজের ব্লগ রেজিস্টার করতে পারবেন যদিও, ২
দিনের মধ্যে আপনাকে জানানো হবে যে আপনার ব্লগ বা ওয়েবসাইট media.net এর বিজ্ঞাপন দেখানোর যোগ্য কি না। তবে, একবার approval পেয়েগেলে, গুগল
এডসেন্সের মতোই অধিক পরিমানে আয়
করার সুযোগ এখানে  রয়েছে।
আজ এ পযন্তই ঘরে থাকুন , ভালো থাকুন এবং সবাইকে ঈদে অগ্রিম শুভেচ্ছা ।
** এর পরের  Content কি বিষয়ে লিখবো তা কমেন্ট অবশ্যই জানাবেন **
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ