নতুনদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি,



যারা নতুন ওয়েব ডিজাইন শিখছেন ।

অনেকেই নিজের ভুল গুলো নিজে খুজে বের করতে পারেনা।
কোড ১০০ শতবার ঘুরে ফিরে দেখছেন 🧐 তবুও বুঝতে পারছেননা কোথায় আপনার ভুল হয়েছে কেন কাজ করছেনা আমার কোডিং 😁
এমন সমস্যা নিয়ে অনেকেই স্ক্রিনশট নিয়ে বিভিন্ন গ্রূপে কিংবা এক্সপার্টদের ইনবক্সে চলে যান । তাদের জন্য, ☺
এবং যারা এ্যাডভান্স লেভেলে চলে গেছেন তবুও কোডের মার্কআপ নিয়ে মনে সন্দেহ আছে তাদের জন্যও হেল্পফুল হবে এটা,
সিম্পলি,
এই ওয়েবসাইটিতে যান আপনার কোড করা ফাইলটি আপলোড করুন, অথবা URL থাকলে সেটা পেস্ট করুন তারপর Check বাটনে ক্লিক করুন,
দেখবেন রেজাল্টে আপনাকে আপনার ছোটবড়ো সব ভুলগুলো ধরিয়ে দিবে সে শুধু তাইনয় ভুলগুলো শুধরে নেবার টিপস ও আপনাকে রিটার্ন করবে 😎
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ