নিস সাইটের জন্য যে কাজগুলো নিষিদ্ধ:

.
লেখাটা তাদের জন্য যারা একদম নতুন। মোটামুটি অনেক পড়াশোনা করেছেন, এখন প্রাকটিক্যাল কাজ শুরু করার জন্য প্রস্তুত। যদিও কথায় আছে ব্যর্থতা না থাকলে সফলতার মুখ দেখা যায় না, তবে সব ক্ষেত্রে এটা যে সত্যি নয়, তাও সত্যি।
.
কিছু কিছু ব্যাপারে একটু সতর্ক থাকলেই প্রথম প্রজেক্টেই সফলতা পাওয়া সম্ভব। আজকে এরকমই কয়েকটি বিষয় উল্লেখ করবো, যেসব বিষয় একটা নিস সাইটের জন্য করা নিষিদ্ধ।
.
উল্লেখ্য, এগুলো সম্পূর্ণই আমার নিজস্ব মতামত। যেকেউ এই লেখার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন। প্রত্যেকে তার নিজ নিজ অভিজ্ঞতা থেকেই একটা ব্যাপার দেখেন। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি- নতুনদের জন্য নিম্নের এই বিষয়গুলো করা নিষিদ্ধ:-
.
১। অ্যাক্সাক্ট ম্যাচ ডোমেইন নিয়ে কাজ করা নিষিদ্ধ।
.
২। অমানসম্মত হোস্টিং কেনা নিষিদ্ধ। অনেকেই আছেন, মনে মনে ভাবেন- শুরুতে সস্তায় কোনোরকম একটা হোস্টিং কিনে নিই, পরে সাইট যখন ভালো করতে থাকবে তখন ভালো মানের হোস্টিং কিনবো। এটা একটা ভুল চিন্তা। বরং শুরুতেই ভালো মানের হোস্টিং দরকার।
.
৩। পরিপূর্ণ প্ল্যানিং না করে কাজে নেমে পড়া নিষিদ্ধ।
.
৪। নালড/গ্রুপ বাই প্লাগিন-থিম সাইটে ইউজ করা। প্রথম কথা হলো, বিষয়টা আনইথিক্যাল। দ্বিতীয় কথা হচ্ছে এসব প্লাগিন-থিমে অনেক রকম সমস্যা থাকে। যা আপনার সম্পূর্ণ ইনভেস্টটাকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে। ফ্রিতে অনেক ভালো ভালো থিম আছে। ইয়োস্ট প্রো প্ল্যানের সাথে ফ্রিটার তেমন কোনো পার্থক্য নেই। সুতরাং শুরুতে আপনি ফ্রি থিম-প্লাগিন নিয়েই শুরু করতে পারেন। প্রথমটায় ভালো করলে, দ্বিতীয় প্রজেক্টের জন্য সবকিছু পেইড কিনতে পারবেন, ইনশাআল্লাহ।
.
৫। মানসম্মত অপটিমাইজ আর্টিক্যাল সাইটে ইউজ না করা নিষিদ্ধ। রাইটার দেশী নাকি নেটিভ, তাতে কিছু যায় আসে না। আর্টিক্যালটা অপটিমাইজ কিনা সেটা দেখবেন। লেখায় দুয়েকটা গ্রামাটিক্যাল এরর তেমন অসুবিধা নেই। গুগল সেটাকে তেমন কিছু মনে করে না। কিন্তু লেখাটা যেন গঁদবাধা টাইপ না হয়। রিডার ফ্রেন্ডলি হওয়া জরুরি। বিশেষ করে কিছু রাইটার আছেন যারা গ্রামারলি টুলের উপর নির্ভর করে বাক্য শুদ্ধিকরণ নিয়ে উঠে পড়ে লাগেন। সেরকম বাক্যের দ্বারা গুগল খুশি হতে পারে, কিন্তু আপনার রিডাররা নয়। ফলে সাময়িকভাবে গুগল সেই লেখা রেংক করলেও শিগগিরই ধ্বস নেমে আসাটা স্বাভাবিক।
.
ধরেন বাংলাতো আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাই বলে কি আপনি বাংলায় খুব ভালো লিখতে পারেন? সবাই তো আর কবি/লেখক নন, তাই না? কিন্তু তাই বলে, আপনি যখন একটা স্ট্যাটাস লিখেন বাংলাতে, আপনার বন্ধুরা কিন্তু আপনার ভুল ধরতে আসেন না। তারা ঠিকই বুঝেন আপনি কী লিখেছেন, কী বুঝাতে চাচ্ছেন। তাই না? নিস সাইটের লেখাতেও ঠিক তেমনি একটা টোন তৈরি করতে হয়। লেখাটা প্রোপার অপটিমাইজড হতে হয়।
.
৬। গেস্টপোস্টের উপর নির্ভর করে সাইট রেংক করা নিষিদ্ধ। কারণ সেটা আদৌ পারা যায় না। একটা নিস সাইট রেংক হওয়ার ব্যাপার অনেক কিছুর উপর নির্ভর করে। গেস্টপোস্ট সেই অনেক বিষয়ের একটা মাত্র বিষয়।
.
৭। তাড়াহুড়ো করে কাজ করা নিষিদ্ধ। বর্তমান সময়ে তাড়াহুড়ো করে কাজ করলে সেটা হিতে বিপরীত হয়। একটা সার্টেন টাইম ছাড়া সাধারণত গুগল কোনো কীওয়ার্ডকে এখন রেংক করে না। বিশেষ করে নতুন সাইটকে তো নয়-ই।
.
৮। এরেফস, উবারসাজেস্ট, গুগল... এরকম বিভিন্ন জায়গায় নিজের সাইট বারবার চেক করে দেখা নিষিদ্ধ। বিশেষ করে শুরু করার কয়েক মাস শুধু কাজ করে যেতে হবে। অন্য কোনো দিকে নজর দেয়া যাবে না।
.
৯। অন্যের আর্নিং স্ক্রিনশট দেখা নিষিদ্ধ। কমিউনিটিতে থাকা ভালো। কিন্তু সেটা যেন আপনার ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। সেরকম হলে সাময়িকভাবে কমিউনিটি থেকেও দূরে থাকতে হবে। কিংবা নিয়ম করে প্রতিদিন সর্বোচ্চ এক ঘণ্টা সময় থাকতে পারেন। তাও অন্যের সফলতার গল্প দেখে এক্সাইটেড হওয়া চলবে না। আর্নিংয়ের স্ক্রিনশট দেখা একদমই নিষিদ্ধ। এটা আপনাকে মোটিভেটেড করার চেয়ে ডিপ্রেশনে ফেলবে বেশি। যে কারণে মোটিভেশনাল স্পিকারদের কাছ থেকেও দূরে থাকতে হয়। একটা বিষয় মনে রাখবেন, আপনি নিজে যতোদিন না নিজ থেকে মোটিভেট হবেন, ততোদিন পর্যন্ত কেউ আপনাকে মোটিভেট করে তুলতে পারবেন না।
.
১০। সাইটে অপ্রয়োজনিয় প্লাগিন ইনস্টল/একটিভেট করা নিষিদ্ধ। কেউ একজন একটা প্লাগিন ইউজ করে ভালো করেছে, সেটা আপনি আপনার সাইটে ইউজ করে ভালো করে ফেলবেন, এই চিন্তাটা থেকে সরে আসতে হবে। আপনার প্রয়োজনে আপনি প্লাগিন ইউজ করবেন। তাও যতোটা কম পারা যায়, ততোই ভালো।
.
১১। নিস এবং কীওয়ার্ড রিসার্চে কম সময় দেয়া নিষিদ্ধ। এই জায়গাটাতে যতোটা সম্ভব বেশি সময় দিতে হবে। এখানে বেশি সময় দেয়ার অর্থই হচ্ছে ভবিষ্যতে আপনার কাজ কমে যাওয়া, কম ইনভেস্টমেন্ট লাগা এবং সর্বোপরি আপনার সফলতার হার বেড়ে যাওয়া।
.
আপাতত এই! পরে মনে পড়লে আবারও লিখবো, ইনশাআল্লাহ।
ভালো থাকুন সবাই।
হ্যাপি অ্যাফিলিয়েট মার্কেটিং!
.
#আমাজন #অ্যাফিলিয়েট #মার্কেটিং #নিস #ওয়েবসাইট #অথোরিটিএইড
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ