ইমেইল বনাম জিমেইল বিভ্রাট এবং তার সমাধান:

ইমেইল বনাম জিমেইল বিভ্রাট এবং তার সমাধান:
অনেকের মনেই এই প্রশ্নদানা বেধে আছে যে ইমেইল কি আর জিমেইল কি? এই দুইটা কি একই জিনিস না আলাদা? ইমেইল এবং জিমেইলকে ঘিরে এমন নানা প্রশ্ন আর দ্বিধা অনেকের ভেতরেই দেখা যায়। তাই আমি আজ এই সকল দ্বিধাদ্বন্দ দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মূল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন করব আপনাদেরকে।
১। টেলিভিশন আর বিটিভি কি একই না আলাদা?
২। কুরিয়ার সার্ভিস আর সুন্দরবন কুরিয়ার একই না আলাদা?
৩। বাস আর হানিফ এন্ট্রারপ্রাইজ একই না আলাদা?
আশা করছি এসকল প্রশ্নের উত্তর আপনারা মনে মনে দিয়ে ফেলেছেন। তারপর আমি সংক্ষেপে উত্তর গুলো দেওয়ার চেষ্টা করছি।
১। টেলিভিশন একটা প্রচার মাধ্যম বা যন্ত্র আর বিটিভি একটি প্রচার প্রতিষ্ঠান বা চ্যানেল। এমন আরো কয়েকটি চ্যানেল যেমন আরটিভি, যমুনা টিভি, সময়টিভি। এরা সবাই টেলিভিশন এর মাধ্যমে প্রচার কার্য্য চালায়।
২। কুরিয়ার সার্ভিস এক ধরনের সেবা পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন গ্রাহকের পণ্য বা ডকুমন্টে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো হয়। আর এই কুরিয়ার সেবা দেয় এমন একটি প্রতিষ্ঠান হচ্ছে সুন্দরবন কুরিয়ার । এমন আরও কুরিয়ার সেবাদান কারী প্রতিষ্ঠান আছে। যেমন- কন্টিনেন্টাল, এসএ পরিবহন, করতোয়া প্রভৃতি।
৩। বাস এক ধরনের যান বাহন । এটার মাধ্যমে আমরা একস্থান থেকে অন্য স্থানে যেতে পারি। আর হানিফ এন্ট্রারপ্রাইজ একটি প্রতিষ্ঠান যারা বাস এর এই সেবা দিয়ে থাকে। আরও কিছু পরিবহন সেবা প্রতিষ্ঠান যেমন- ডিপজল, শ্যামলী, গ্রীনলাইন ইত্যাদি।
এখন মূল আলোচনায় যাই।
প্রথমেই জানব ইমেইল কি?
ইমেইল এর ই= ইলেক্ট্রনিক্স এবং মেইল অর্থ বার্তা । ইলেক্ট্রনিক্স মেইল বা বার্তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই-মেইল।
আগের দিনে আমরা ডাকযোগে/ পোষ্ট অফিসের মাধ্যমে আমাদের বার্তা/চিঠি আদান প্রদান করতাম। তারপর যখন কম্পিউটার আবিষ্কার হল এবং কম্পিউটারে মানুষ লেখা শুরু করল । তখন ভাবলো যে এই লেখা গুলো আরেক কম্পিউটারে পাঠাতে পারতো বেশ ভালো হয়। ১৯৭১ সালে আমেরিকার এক প্রোগ্রামার রোমান্ড স্যামুয়েল টমলিসন নামক এক ভদ্রলোক এমন একটি সিস্টেম আবিষ্কার করলেন যার মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বার্তা প্রেরণ করা যায়। বার্তা প্রেরণের এই আধুনিক সিস্টেমকেই বলা ই-মেইল সিস্টেম এবং বার্তার এই ডিজিটাল ফরমেট হচ্ছে ইমেইল।
পরবর্তীতে এই ই-মেইল সেবা প্রদান করার জন্য বিভিন্ন কোম্পানি এগিয়ে আসে। যেমন বাসের সার্ভিস দেওয়ার জন্য এসেছে হানিফ, ডিপজল, শ্যামলী।
কুরিয়ার সেবা দেওয়ার জন্য এসেছে সুন্দরবন, এসএ পরিবহন, করতোয়া।
তেমনি ই-মেইল সেবা দেওয়ার জন্য আসে গুগল, ইয়াহু, মাইক্রোসফট প্রভৃতি কোম্পানি।
গুগলের যে শাখা ই-মেইল সেবা প্রদান করে তার নাম গুগল মেইল বা সংক্ষেপে জিমেইল।
আবার ইয়াহুর ই-মেইল সেবা প্রদানকারী শাখার নাম ইয়াহুমেইল।
সুতরাং যখন আমরা গুগল এর কাছতেকে ই-মেইল সেবা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন/সাইনআপ করি তখন তাদের কোম্পানির নাম অনুসারে আমাদের ইমেইল ঠিকানায় জিমেইল যুক্ত হয়। যেমন example@gmail.com
আবার ইয়াহুতে যদি একাউন্ট করি তাহলে তাদের নাম অনুসারে আমাদের ইমেইল ঠিকানা হয় example@yahoo.com
মাইক্রোসফ্ট এর বেলায় দুই ধরনের এক্সটেনশন ব্যবহার করা যায়। যেমন- example@outlook.com এবং example@hotmail.com
এই জিমেইল, ইয়াহু, আউটলুক বা হটমেইলকে বলা হয় ই-মেইল প্রোভাইডার।
এমন আরো অনেক ই-মেইল প্রোভাইডার/সেবাদানকারী আছে । যেমন-
Pepipost
Zoho Mail
Maildotcom
Proton Mail
Zoo mail
AOL Mail
Xmail
Yandex
এছাড়াও আরো অনেকে ই-মেইল প্রোভাইডার আছে এবং প্রত্যেক প্রোভাইডার তাদের নাম অর্থাৎ ওয়েব এড্রেস অনুসারে গ্রাহকের ইমেইল এড্রেস দিয়ে থাকে।
জিমেইল তেমনই একটি ই-মেইল প্রোভাইডার এবং তারা তাদের গ্রাহকের ই-মেইল এড্রেসে তাদের ওয়েব এড্রেস (জিমেইল) ব্যবহার করে। তাই আমরা তাকে অনেক সময় জিমেইল বলে থাকি। কিন্তু মূলত সেটা ই-মেইল। আশা করছি বিভ্রান্তি দূর করতে পেরেছি।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ